মনুর বিধান ও কিছু কথা
মনুর বিধান ও কিছু কথা আজকাল কিছু বাঙালী বুদ্ধিজীবির মুখ থেকে ‘মনুবাদ’ কথাটি শোনা যায়। একদল বলেন—‘মনুবাদ’ নিপাত যাক। তাদের মতে—আমাদের সমাজে যত কুসংস্কার, জাতিভেদ, অস্পৃশ্যতা, সঙ্কীর্ণতা প্রভৃতি যত ক্ষতিকর দিক আছে তার জন্য মনুই দায়ী। এই মনুর জন্যই আমাদের সমাজের এই দুরবস্থা। এখন মনুর সব কথাই অপ্রাসঙ্গিক। আর একদল বলেন—মনুর বিধানই সেরা, মনু যা বলেছেন তা ভেষজ— ‘যদ্বৈ কিঞ্চ মনুরবদৎ তদ্ ভেষজম্।‘ কাজেই —মনুবাদী হও। মনু যা বলেছেন তা জীবনে অনুসরণ কর। সমস্যাটা হল—মনুবাদ ব্যাপারটা কি তাই নিয়ে। আমার মনে হয়-- যারা মনুবাদী বলে নিজেরা গর্ববোধ করেন এবং যারা মনুর বিরুদ্ধবাদী বলে নিজেদের প্রগতিশীল ভাবেন—তাদের কোন পক্ষই ঠিক কথা বলছেন না। উভয় পক্ষের বক্তব্যের মধ্যেই কিছু দোষ আছে। মনু যা বলেছেন তার সবকিছুই যেমন খারাপ নয়, আবার সবকিছু ভালও নয়। এখন প্রশ্ন—মনু কে? তাঁর মতবাদই বা কী যা নিয়ে এত বিতর্ক? আসুন, মনু সম্বন্ধে আমরা সাধারণভাবে একটু জেনে নিই। মনু একটি সুপ্রাচীন নাম। তাঁর সম্বন্ধে বিভিন্ন গ্রন্থে নানারকম তথ্য আছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ৯৬নং সূক্তে মন...