Posts

Showing posts from December, 2018

বাচ্য (৬)

বাচ্য ( ৬ ) বিধিলিঙ্ ও লৃট্‌ লকারে বাচ্যপরিবর্তন— বিধিলিঙ্ লকারে পদগঠনে আত্মনেপদের বিভক্তিগুলি যেমন— ত আতাম্‌ ঝ; থাস্‌ আথাম্‌ ধ্বম্‌; ইট্‌ বহি মহিঙ্ যথাক্রমে ঈত ঈয়াতাম্‌ ঈরন্‌; ঈথাস্‌ ঈয়াথাম্‌ ঈধ্বম্‌; ঈয় ঈবহি ঈমহি রূপে পরিবর্তিত হয়। বিভিন্ন ব্যাকরণগত প্রক্রিয়ায় এই পরিবর্তন হয়ে থাকে। বাচ্যপরিবর্তনে এগুলির আরও পরিবর্তন হয়।  যেমন-- বিধিলিঙ্ লকারে লভ্‌ ধাতু প্রথম পুরুষ একবচনে— লভ্‌ লিঙ্ > লভ্‌ ল্‌ > লভ্‌ ত > লভ্‌ শপ্‌ ত (কর্তরি শপ্‌) > লভ্‌ অ ত > লভ্‌ অ সীযুট্‌ ত (লিঙঃ সীযুট্‌), > লভ্‌ অ সীয্‌ ত (অনুবন্ধলোপ), > লভ্‌ অ ঈয্‌ (লিঙঃ সলোপোঽনন্ত্যস্য), > লভ্‌ অ ঈ ত (লোপো ব্যোর্বলি) > লভ্‌ এ ত (আদ্গুণঃ), > লভেত। বাচ্যপরিবর্তনে মূল ধাতুর সঙ্গে য (যক্‌) যুক্ত হবে এবং তারপর সীযুট্‌ (ঈ)-যুক্ত আত্মনেপদের বিভক্তি যুক্ত হবে। যেমন-- লভ্‌ যক্‌ ঈত > লভ্‌ য ঈত > লভ্যেত। এইরকম অন্যান্য ধাতুর ক্ষেত্রেও বুঝতে হবে। উদাহরণ— ১. ত্বং সুখী ভবেঃ। – ত্বয়া সুখিনা ভূয়েত। ২. স সুখী ভবেত্‌। -- তেন সুখিনা ভূয়েত। ৩. ছাত্রঃ শিক্ষকং বদ...

বাচ্য (৫)

বাচ্য ( ৫ ) লঙ্ ‌ লকারে বাচ্যপরিবর্তন — নিয়ম পূর্বের মতোই কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া , কর্মে প্রথমা এবং ক্রিয়াপদ কর্মের পুরুষ ও বচন অনুসারে হবে। ভাববাচ্যে কর্তায় তৃতীয়া, ক্রিয়াতে প্রথম পুরুষ একবচন হবে। ধাতুর মূল রূপের সঙ্গে যক্‌ (য) এবং তারপর আত্মনেপদের বিভক্তি যুক্ত হবে। ১. রবিঃ কার্যম্‌ অকরোত্‌। -- রবিণা কার্যম্‌ অক্রিয়ত। (অট্‌ কৃ যক্‌ ত > অক্রিয়ত) ২. তৌ কার্যম্‌ অকুরুতাম্‌। -- তাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত। ৩. তে কার্যম্‌ অকুর্বন্‌। -- তৈঃ কার্যম্‌ অক্রিয়ত। ৪. ত্বং কার্যম্‌ অকরোঃ। -- ত্বয়া কার্যম্‌ অক্রিয়ত। ৫. যুবাং কার্যম্‌ অকুরুতম্‌। -- যুবাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত। ৬. যূয়ম্‌ কার্যম্‌ অকুরুত। -- যুষ্মাভিঃ কার্যম্‌ অক্রিয়ত। ৭. অহম্‌ কার্যম্‌ অকরবম্‌। -- ময়া কার্যম্‌ অক্রিয়ত। ৮. আবাং কার্যম্‌ অকুর্ব। -- আবাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত। ৯. বয়ম্‌ কার্যম্‌ অকুর্ম। -- অস্মাভিঃ কার্যম্‌ অক্রিয়ত।   (উপরের ৯টি বাক্যে দেখা যাচ্ছে—কর্ম পদটি প্রথমপুরুষ একবচনের, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদটিও প্রথমপুরুষ একবচনের হয়েছে। কর্তৃপদটি প্রথম পুরুষ, মধ্যমপুরুষ এবং উত...