গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল
‘’গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল’’ --স্বামী বিবেকানন্দের এই কথা বলে অনেকে বেশ রসাল মজা পান। তারা ভাবেন স্বামী বিবেকানন্দ যখন বলেছেন তখন তো তা নিশ্চয়ই অভ্রান্ত। কাজেই তোমরা ফুটবলই খেলো, গীতাপাঠ নিষ্প্রয়োজন। ফুটবল খেলার উল্লেখ এখানে একটা প্রতীকমাত্র। বিবেকানন্দ শরীর চর্চাকে অনেক গুরুত্ব দিতেন। শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না—এটা আমাদের সকলেরই অভিজ্ঞতা। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হয়। শরীর চাঙ্গা থাকলে মনও চনমনে থাকে। তখন যে কোন কাজ ভালভাবে এবং কম সময়ে করা যায়। বিবেকানন্দ ছিলেন কর্মযোগী। শিবজ্ঞানে জীবসেবাই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র। মানুষের মধ্যেই যে নারায়ণ আছেন তা তিনি শিখেছিলেন তাঁর গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। আপনাদের মনে আছে—নরেন্দ্রনাথ একদিন শ্রীরামকৃষ্ণের কাছে জানতে চান-- তাঁর মুক্তি হবে কিসে? শ্রীরামকৃষ্ণ তাঁকে তিরস্কার করে বলে ছিলেন—‘দুশ্শালা, তুই এতো স্বার্থপর কেনে? কোথায় মস্ত বটগাছের মতো হবি, কত পাপী তাপী তোর ছায়ায় বিশ্রাম নেবে। আর তুই শালা নিজের মুক্তি চাইছিস?’ (কথাটা একটু অ...