Posts

Showing posts from February, 2019

৩. প্রাচীনভারতীয় জ্যোতির্বিদ্যা (Astronomy )

Image
৩ . প্রাচীনভারতীয় জ্যোতির্বিদ্যা ( Astronomy ) উত্তর — ভূমিকা — প্রাচীন ভারতবর্ষের বিজ্ঞানশাখার প্রধান দিক জ্যোতির্বিদ্যা । গ্রহ - নক্ষত্র সম্বন্ধে তথ্যানুসন্ধান এর মূল বিষয় । বৈদিক যাগযজ্ঞের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্রহ - নক্ষত্রের অবস্থান , অমাবশ্যা , পূর্ণিমা , সূর্যগ্রহণ , চন্দ্রগ্রহণ , সূর্যের উত্তরায়ণ , দক্ষিণায়ন প্রভৃতি জানার প্রয়োজন হত । কৃষিকাজের জন্য ঋতু , বৃষ্টিপাত , আবহাওয়ার গতি - প্রকৃতি প্রভৃতি জানারও প্রয়োজন ছিল । এই উভয়বিধ প্রয়োজন সিদ্ধির জন্য জ্যোতির্বিদ্যার উদ্ভব । প্রাচীনযুগের জ্যোতির্বিদ্যা— জ্যোতির্বিদ্যার প্রাচীন   নিদর্শন জ্যোতিষ বেদাঙ্গ। এর কাল আনুমানিক ১২০০ খ্রিস্টপূর্বাব্দ। গ্রন্থটি ঋগ্বেদ ও যজুর্বেদের   অন্তর্গত। ঋগ্বেদ অংশে ৪৩টি এবং যজুর্বেদ অংশে ৩৬টি অধ্যায় আছে।   প্রধানতঃ যুগের আবর্তন, চন্দ্র-সূর্যের গতি, অমাবশ্যা, পূর্ণিমা, গ্রহ-নক্ষত্র প্রভৃতির আলোচনা এখানে আছে। অথর্বন্‌ জ্যোতিষ নামে অথর্ববেদের পৃথক্‌ জ্যোতিষ গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। এছাড়া গার্গীসংহিতা, বৃদ্ধগর্গসংহিতা, পুষ্করসাদি...

Read more

বৈদিকযুগের বাস্তুশাস্ত্র--    বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক। ঋগ্বেদে এবং পরবর্তী বৈদিক সাহিত্যে ‘পুর’ কথাটির বারবার উল্লেখ করা হয়েছে। সম্ভবতঃ ‘দুর্গ’ বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। তৈত্তিরীয়সংহিতা (৬/২.৩.১), ঐতরেয় ব্রাহ্মণ (১/২৩.২) এবং অন্যান্য গ্রন্থে মহাদুর্গের কথা বলা হয়েছে। ঋগ্বেদের একটি স্থানে (৪/৩০.২০) পাথরে তৈরি (অশ্মময়ী) দুর্গের কথা বলা হয়েছে।  Macdonell    এবং  Keith   এর মতে এইগুলি ‘ sun-dried  bricks ’ ।  গৃহ বোঝাতে ‘দম’, ‘বেশ্ম’ শব্দের ব্যবহার করা হয়েছে। শুল্বসূত্রগুলিতে গৃহ, চিতি ও বেদি নির্মাণের পরিকল্পনা ও পদ্ধতি আলোচিত হয়েছে । পৌরাণিকযুগের বাস্তুশাস্ত্র—  বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বাস্তুশাস্ত্রের কথা বলা হয়েছে। অগ্নিপুরাণে (অধ্যায়—১০৪-১০৫) গৃহ, অট্টালিকা ও প্রাসাদ-নির্মাণ,   গরুড়পুরাণে (অধ্যায়—৪৬) গৃহ, উদ্যান, মঠ ও মন্দির-নির্মাণ; ভবিষ্যপুরাণে (অধ্যায়—১০৩) অট্টালিকানির্মাণ, মৎসপুরাণে (অধ্যায়—২২৫) স্তম্ভ, গৃহ ও অট্টালিকার পরিমাপ সম্বন্ধে বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। বেদোত্তরযুগের বাস্তুশাস্ত্র— খ্রীষ্টপূর্ব সপ্...

১. প্রাচীনভারতীয় আয়ুর্বেদশাস্ত্র (Medical Science), ২. বাস্তুশাস্ত্রম্‌ (C-8, Unit II: Scientific and Technical Literature)

Image
C-8, Unit II: Scientific and Technical Literature (Mathematics, Chemestry, Medical Science, Astronomy, Vāstuśāstra, Dance and Music) Unit II: 20 Marks   1 Broad   Question -- 15 Marks;   2 . 5 Short Questions in Sanskrit with Devanāgarī    01 x 5 = 05 Marks ১. প্রাচীনভারতীয় আয়ুর্বেদশাস্ত্র ( Medical Science ) ভারতবর্ষে আয়ুর্বেদ-চর্চার ইতিহাস অনেক প্রাচীন। ঋগ্বেদে, অথর্ববেদের ভৈষজ্য মন্ত্রে বিভিন্ন   গাছ-লতাপাতার প্রয়োগে রোগ-নিরাময়ের কথা পাওয়া যায়। এই মন্ত্রগুলি প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসার মূলস্বরূপ। পরবর্তীকালে উক্ত মন্ত্রগুলির ভাষ্যে চিকিৎসা পদ্ধতির বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। এই শাস্ত্রে অনেক বিখ্যাত আচার্য ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—ভারদ্বাজ, আত্রেয়, অগ্নিবেশ, ভেল, হারীত, ক্ষারপাণি, ধন্বন্তরি প্রমুখ। বৈদিক ও পৌরাণিক যুগে সূর্য, রুদ্রদেবতাগণ, অশ্বিনীকুমারদ্বয়, ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, শিব প্রমুখ দেবতাগণ চিকিৎসাশাস্ত্রের আধিকারিকরূপে অভিনন্দিত হয়েছেন। অষ্টাঙ্গিক আয়ুর্বেদ— মধ্যযুগে আয়ুর্বেদের ব্যাপক চর্চার ও প্রসারের ফলে ধীরে ধীরে অষ্ট ...