৩. প্রাচীনভারতীয় জ্যোতির্বিদ্যা (Astronomy )
৩ . প্রাচীনভারতীয় জ্যোতির্বিদ্যা ( Astronomy ) উত্তর — ভূমিকা — প্রাচীন ভারতবর্ষের বিজ্ঞানশাখার প্রধান দিক জ্যোতির্বিদ্যা । গ্রহ - নক্ষত্র সম্বন্ধে তথ্যানুসন্ধান এর মূল বিষয় । বৈদিক যাগযজ্ঞের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গ্রহ - নক্ষত্রের অবস্থান , অমাবশ্যা , পূর্ণিমা , সূর্যগ্রহণ , চন্দ্রগ্রহণ , সূর্যের উত্তরায়ণ , দক্ষিণায়ন প্রভৃতি জানার প্রয়োজন হত । কৃষিকাজের জন্য ঋতু , বৃষ্টিপাত , আবহাওয়ার গতি - প্রকৃতি প্রভৃতি জানারও প্রয়োজন ছিল । এই উভয়বিধ প্রয়োজন সিদ্ধির জন্য জ্যোতির্বিদ্যার উদ্ভব । প্রাচীনযুগের জ্যোতির্বিদ্যা— জ্যোতির্বিদ্যার প্রাচীন নিদর্শন জ্যোতিষ বেদাঙ্গ। এর কাল আনুমানিক ১২০০ খ্রিস্টপূর্বাব্দ। গ্রন্থটি ঋগ্বেদ ও যজুর্বেদের অন্তর্গত। ঋগ্বেদ অংশে ৪৩টি এবং যজুর্বেদ অংশে ৩৬টি অধ্যায় আছে। প্রধানতঃ যুগের আবর্তন, চন্দ্র-সূর্যের গতি, অমাবশ্যা, পূর্ণিমা, গ্রহ-নক্ষত্র প্রভৃতির আলোচনা এখানে আছে। অথর্বন্ জ্যোতিষ নামে অথর্ববেদের পৃথক্ জ্যোতিষ গ্রন্থের উল্লেখ পাওয়া যায়। এছাড়া গার্গীসংহিতা, বৃদ্ধগর্গসংহিতা, পুষ্করসাদি...